শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

এক এগারোর মতো বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলছে : গয়েশ্বর

গেজেট ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এক এগারোর মতো বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলছে। শুক্রবার (২৫ অক্টোবর) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যু দিয়ে সংকট সমাধান করা সম্ভব নয়। রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব কাল্পনিক। বিএনপির প্রস্তাবিত দফার ভিত্তিতেই কিছু সংযোজন বিয়োজন করে সংস্কারের আহ্বান জানান দলটির অন্যতম এই নীতি নির্ধারক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন