শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

ঝিনাইদহে বাসের ধাক্কায় পথচারী নিহত

গেজেট ডেস্ক

ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় বাসের ধাক্কায় রাশেদ মিয়া নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত রাশেদ শহরের উদয়পুর গ্রামের রকিব উদ্দিন মিয়ার ছেলে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে শহর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন রাশেদ মিয়া। পথিমধ্যে কলাহাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে বরিশালগামী নাজ পরিবহনের ‌একটি বাস তাকে ধাক্কা দেয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন