খুলনা, বাংলাদেশ | ২৯ আশ্বিন, ১৪৩১ | ১৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬০
  জুলাই গণহত্যার বিচারে চলতি সপ্তাহে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে, তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তাও নেয়া হবে : চিফ প্রসিকিউটর

ছাত্র-জনতার বিপ্লবে সরকার ছাড়া অন্য কিছুই বদলায়নি : গয়েশ্বর রায়

গেজেট ডেস্ক

ছাত্র-জনতার বিপ্লবে সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছুই বদলায়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এক-এগারোর পর আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা যদি উঠে যেতে পারে, তাহলে এখন কেন বিএনপির মামলা উঠছে না। মিথ্যা মামলা দিয়ে প্রধান উপদেষ্টাকে অপমান করা হয়েছিল, এতে গোটা জাতি ক্ষুব্ধ হয়েছে। তাহলে আমাদের ওপর এত অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলা কেন আপনাদের বিবেচনায় আসছে না।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে প্রচার দলের উদ্যোগে ‘দুর্যোগ প্রশমনে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন। অনুষ্ঠানে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিএনপির কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনার (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) মিথ্যা মামলার ব্যাপারে যদি আমরা সমব্যথী হতে পারি, সোচ্চার হতে পারি, তাহলে আপনি দায়িত্ব নেওয়ার পরও আমাদের মামলাগুলো আগের মতোই আছে, আগের মতোই আদালতে যেতে হচ্ছে। এ কারণেই আমি বলেছি, সরকার বদলে গেছে কিন্তু তুমি-আমি একই আছি, যা ছিলাম আগে।

গয়েশ্বর বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের জন্য, অধিকারের জন্য দীর্ঘ ১৬ বছর যারা রক্ত দিয়েছে, গুম হয়েছে, সন্তান হারা হয়েছে, পিতৃহারা হয়েছে, মা হারা হয়েছে, তারা সব হারিয়েছে। মাঝখানে শেখ হাসিনা নেই। সব আগের মতোই আছে।

আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ বক্তব্য দেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!