Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কারাগারে

গেজেট ডেস্ক 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে সোমবার (৭ অক্টোবর) বিকেলে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ। এ সময় আদালতের বিচারক রিয়াদ হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মহেশপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, রোববার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন নারায়ণ চন্দ্র চন্দ। খবর পেয়ে খালিশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্র চন্দসহ চারজনকে আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়।

তিনি আরও জানান, মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে। এ ছাড়া নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় হত্যা মামলাসহ খুলনায় একাধিক মামলা রয়েছে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন