তেরখাদার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঝুঁকিপূর্ণ কাঠের পুল দিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে হাজার হাজার মানুষ। সংস্কারের অভাবে নির্মিত কাঠের পুলগুলো চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০ টি কাঠের পুল রয়েছে এই ইউনিয়নে। অধিকাংশই দীর্ঘদিন সংস্কার না করার কারনে পুল ভেঙ্গে খালে পড়ে আছে। আবার অনেকগুলোর তক্তা ও লোহার খুটিও ভেঙ্গে গেছে। ভ্যান সাইকেল তো দুরের কথা সাধারন মানুষের হাটার বিকল্প পথ না থাকায় হাটতে হয় ঝুঁকি নিয়ে। এই সকল পুল দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা পারাপার হয়। পার হন অসুস্থ রোগী ও বয়স্ক নারী-পুরুষ।
এলাকাবাসী জানিয়েছেন, নির্মানের পর থেকে এক বারের জন্যও সংস্কার করা হয়নি। আবার অনেকগুলো সংস্কার করার পরও বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। অনেক গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে কাঠের পুল নির্মাণ করা প্রয়োজন। অনেক কাঠের পুৃলগুলোর কাঠ ভেঙ্গে এক পাশ দেবে গেছে। আবার মরিচা ধরে নষ্ট হয়ে গেছে লোহার এ্যাঙ্গেল। ভুক্তভোগীরা এই সকল কাঠের পুল দ্রুত সংস্কার এবং নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন।
তেরখাদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান বলেন, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য দ্রুতই কাঠের পুলগুলো সংস্কার এবং পুণঃনির্মাণ করা হবে।
খুলনা গেজেট/কেডি