রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংস ঘটনার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ ডাকা হয়েছে। এতে বান্দরবনের সাজেকে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। শুক্রবার তারা সাজেকে বেড়াতে আসেন।
জানা যায়, শুক্রবার সকালের দিকে খাগড়াছড়ি শহর থেকে প্রায় দেড় হাজার পর্যটক সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যান।
তবে রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতা ঘটনার প্রতিবাদে শনিবার থেকে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ ডাকায় পর্যটকরা খাগড়াছড়িতে ফিরতে পারেননি। সেখানে তাদের অবস্থান করতে হচ্ছে।
সাজেক হিল ভিউ কটেজের স্বত্বাধিকারী ইন্দ্র চাকমা জানান, সাজেকে প্রায় ২০০ গাড়ি আটকে পড়েছে। আটকে পড়া পর্যটকদের ৬০ শতাংশ রুম ভাড়া ছাড় দেওয়া হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, অবরোধ ও সহিংসতা ঘটনার পরিপ্রেক্ষিতে সাজেকে দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন। তবে কবে নাগাদ তারা সাজেক থেকে যেতে পারবেন বলা যাচ্ছে না। অবরোধ ও পরিস্থিতি ভালো হলে তারা সেখানে যেতে পারবেন।