শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জেসমিন আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। শনিবার বেলা ৭টার দিকে নিজ ঘরে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামের দিনমজুর কাসেম খানের মেয়ে জেসমিন আক্তার স্থানীয় রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

জেসমিনের মা ফাহিমা খাতুন বলেন, জেসমিন তার ছোট ভাইয়ের সাথে বিস্কুট ভাগাভাগি নিয়ে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মিদ সামসুদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন