খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

নজর কাড়ছে খুলনার ভ্রাম্যমাণ ‘নিরাপদ কৃষি বাজার’

নিজস্ব প্রতিবেদক

নজর কাড়ছে খুলনার ভ্রাম্যমাণ ‘নিরাপদ কৃষি বাজার’। কৃষকদের উৎপাদিত নিরাপদ সবজি, ফলমূল ও কৃষিপণ্য সরাসরি ক্রেতাদের পৌঁছে দিতে এমন উদ্যোগ। সপ্তাহে একদিন শহরের প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে বিকেল থেকে রাত পর্যন্ত ট্রাকে করে বিক্রি করা হচ্ছে এই নিরাপদ কৃষিপণ্য। এতে ক্রেতাদের সাড়াও পাচ্ছেন উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শিববাড়ি মোড়ে প্রথমদিনের মতো ভ্রাম্যমাণ এই নিরাপদ কৃষি বাজার বসানো হয়। বটিয়াঘাটা উপজেলার কৃষকদের কৃষিপণ্য একত্রিত করে মৈত্রী কৃষক ফাউন্ডেশনের মাধ্যমে এই ভ্রাম্যমাণ বাজারে সরাসরি ক্রেতাদের কাছে কৃষিপণ্য বিক্রি করা হয়। এতে সহযোগিতা করছে লোকজ।

কৃষকরা জানান, নিরাপদ কৃষি বাজারে মিলছে উস্তে, কাঁচা মরিচ, ঝিঙা, ধুন্দল, কাঁচা পেঁপে, ডিম, পাকা কলা, কাঁচা কলা, ঢেঁড়স, কচু, কচুর লতি, কলার মোচা, পুঁইশাক, লাউ, কুমড়া, আমড়া, শসা, ওলকপি, চাল কুমড়া, বাতাবি লেবু, করলাসহ ৩০ পদের ফলমূল ও সবজি।

বটিয়াঘাটা সুকতারা গ্রামের কৃষক শ্যামল সরকার বলেন, সব ধরনের পণ্য এনেছি আমরা। প্রথমদিন হিসেবে যে বেচা-কেনা হয়েছে তা প্রত্যাশার চেয়েও বেশি। আশা করছি সামনে আরও বেশি বেচা-কেনা হবে। অনেক ক্রেতা আসছে, বেচা-কেনা ভালো হয়েছে।

ক্রেতা শরিফুল ইসলাম বলেন, আমি স্থানীয় একটি বাজার থেকে সবজি কিনে বাসায় যাওয়ার সময় এখানে ট্রাকে নিরাপদ সবজি দেখে এসেছি। বাজার থেকে যে সবজি কিনেছি, সেই তুলনায় এখানে দাম অনেক কম। বাজারে ৬৫ টাকা করে ঝিঙা, এখানে ৩০ টাকা করে। সবজিগুলোও ভালো।

মৈত্রী কৃষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিভাষ মন্ডল বলেন, গ্রামের সাধারণ কৃষকরা সবজি উৎপাদন করে। কিন্তু বাজারে তারা ন্যায্য দাম পায় না। কৃষকদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্ব ভোগীদের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছানোয় দাম এবং আমাদের বিক্রীত দামের ব্যাপক পার্থক্য থাকে। এই বৈষম্য দূর করা, পাশাপাশি গ্রামের কৃষকদের নিরেট জৈব পদ্ধতিতে উৎপাদিত বিষমুক্ত সবজি বাজারে সেই রকম নেই। বাজারের যেটা পাওয়া যায় সেটা চাষিদের বড় বড় ফার্মে তৈরি করে বিক্রি করা হয়। ওই সব সবজিতে প্রচুর পরিমাণে কীটনাশক ও বিষ ব্যবহার করা হয়। যেটা খেয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মানুষের নিরাপদ সবজি খাওয়ার কোনো উপায় থাকে না। সেই কথা চিন্তা করে আমাদের ফেডারেশনের অনেক কৃষক রয়েছেন যারা জৈব কৃষি পদ্ধতিতে সবজি উৎপাদন করেন। সেটি যদি আমরা শহরের মানুষের কাছে উপস্থাপন করতে পারি, আমরা নিরাপদ জৈব গ্যাসের মাধ্যমে সবজি উৎপাদন করি যেটা বিষমুক্ত, রাসায়নিক ও কীটনাশক মুক্ত, সেটা খেলে মানুষের ক্ষতি হবে না। মানুষের মধ্যে যদি এই আস্থাটা তৈরি করা যায় তাহলে অবশ্যই মানুষ এই নিরাপদ সবজি খাবে। নিরাপদ সবজিটা খেলে তার ওষুধ খরচ কমে যাবে। পাশাপাশি কৃষক একটা ভালো দাম পাবে।

তিনি বলেন, শহরে আজ শুরু করেছি, এর আগে বটিয়াঘাটে এলাকায় কয়েকবার বিক্রি করা হয়েছে। শহরে কয়েকবার ছোট পরিসরে শুরু করেছিলাম, তবে আজ থেকে বড় পরিসরে শুরু করেছি। এটা নগরীর শিববাড়ি মোড়ে প্রতি বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি করব। মানুষ যদি এটা গ্রহণ করে তাহলে পরে সপ্তাহে দুই দিন অথবা তিন দিন করব। আমাদের ইচ্ছা নিরাপদ কৃষি বাজারটা শুধু শিববাড়ি নয়, আরও মানুষের কাছে নিয়ে যাওয়া।

মৈত্রী কৃষক ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ৩০টি কৃষক সংগঠনের কৃষকরা আমাদের ফাউন্ডেশনের সঙ্গে জড়িত। তারা এই নিরাপদ সবজি উৎপাদন করেন এবং বাজারে বিক্রি করেন। এখানে দামের একটু তফাত আছে, আমরা ৩৫ টাকা কেজিতে পাইকারি উস্তে বিক্রি করি, এখানে ৪৫-৫০ টাকায়ও বিক্রি করছি। এই টাকাটা আমাদের কৃষকরা পাচ্ছেন। এখানে বিক্রি হওয়া সবজির স্বাদও আলাদা এবং স্বাস্থ্য সম্মত। ভোক্তা সরাসরি কৃষকের হাত থেকে কিনতে পারছে। এজন্য আমরা উদ্যোগটি গ্রহণ করেছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!