মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস নির্বাচিত হলে ইসরায়েলের অস্তিত্ব হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রথমবারের মতো কমলার সঙ্গে বিতর্কে মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের দাবি, তিনি প্রেসিডেন্ট হলে গাজায় যুদ্ধ বাঁধতো না। তাছাড়া জো বাইডেনে প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলেও মিথ্যা দাবি করেন তিনি।
রিপাবলিকান প্রার্থী বলেন, তিনি (কমলা) ইসরায়েলকে ঘৃণা করেন। একই সময়ে তার নিজস্ব উপায়ে তিনি আরব মানুষকে ঘৃণা করেন। কারণ তিনি পুরো জায়গাটি খালি করতে চান। ইসরায়েল হারিয়ে যাবে।
ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে কমলা জানালেন তিনি সবসময় ইসরায়েলকে আত্মরক্ষার ক্ষমতা দেবেন। এ সময় গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তাবায়নে মার্কিন নেতৃত্বাধীন স্থবির প্রচেষ্টার দিকে মনোনিবেশ করলেও ইসরায়েল কর্র্তক মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।
কমলা বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তবে এটি কীভাবে করছে তা গুরুত্বপূর্ণ। কারণ এটাও সত্য যে অনেক নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে; শিশু, মা। আমরা যা জানি তা হলো যে এই যুদ্ধের অবসান হওয়া উচিত।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ার কন্সটিটিউশন সেন্টারে এ বিতর্ক শুরু হয়। দেড় ঘণ্টা চলে রাত ১০টার দিকে এই বিতর্ক শেষ হয়।
খুলনা গেজেট/এনএম