মোংলা বন্দরে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার হওয়া বিদেশি রংসহ এক চোরাকারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে পাচার করে আনা রং মোংলা ফেরীঘাট থেকে ওঠানোর সময় তাকে আটক করা হয়। এসময় ৫০ ড্রাম রং ও অন্যান্য মালামাল জব্দ করেন পুলিশ। আটক চোরাকারবারির নামে মোংলা থানায় ১১টি মামলা রয়েছে।
আটক চোরাকারবারির নাম আলী হোসেন (৩৭)। সে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানায়, বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়েক ড্রাম রং পাচার করে আনা হচ্ছে – গোপনে এ সংবাদ পেয়ে বন্দরের পশুর চ্যানলে শনিবার অভিযান চালায় পুলিশের একটি দল। পরে মোংলা ফেরি ঘাট দিয়ে রং ওঠানোর পরে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আলী হেসেন (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে নদীর পার ও তার বসত ঘর থেকে ৫০ ড্রাম ভর্তি বিদেশী রং ও চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন তারা।
আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত এই ব্যক্তির নামে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ মোংলা থানায় অন্তত ১১টি মামলা রয়েছে বলেও জানান ওসি কে এম আজিজুল ইসলাম।
খুলনা গেজেট/এনএম