স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত নোয়াখালীর সেনবাগ উপজেলার বানভসি মানুষের সহায়তায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) সোমবার ত্রাণ সামগ্রী বিতরণ করে।
অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন, অধ্যক্ষ সহিদুন নাহার, অধ্যাপক লিয়াকত আলী, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ইউসুফ সুমন, অধ্যক্ষ জহির উদ্দীন আজম, অধ্যাপক কানিজ সালমা, বেগম আকবরী হোসেন, বেগম ছারাহা দিবা বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার, ঔষধ, খাবার স্যালাইন, খাবার পানি ইত্যাদি পৌঁছে দেন।
শিক্ষক নেতৃবৃন্দ বন্যা আক্রান্ত মানুষদের বলেন আমরা বাংলাদেশের মানুষ সবসময় আপনাদের পাশে আছি, আপনারা সাহসের সঙ্গে এই বিপদের মোবাবিলা করুন। ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
-প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এএজে