মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

থাইল্যান্ডে ৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ব্যাংককের বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই বিমানটি বিধ্বস্ত হয়। খবর সিএনএন

বিমান দুর্ঘটনার পরই রাতভর উদ্ধার অভিযান চালায় উদ্ধারকর্মীরা। একটি বনের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। ওই স্থানটিতে ব্যাপক কাদা পানি ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে দুজন থাই পাইলট, চীনের পাঁচজন এবং থাইল্যান্ডের দুজন যাত্রী ছিল। বিমানটি স্থানীয় সময় বেলা ২টা ৪৬ মিনিটের দিকে ব্যাংকক এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে এবং এটির গন্তব্য ছিল ট্রাট বিমানবন্দরে। চাচোয়েংসাও প্রদেশের সরকারের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। বিমানটি উড্ডয়নের ১০ মিনিট পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টার্বোপ্রোপ সেসনা কারাভান সি২০৮বি মডেলের বিমানটি পরিচালনা করত থাই ফ্লাইং সার্ভিস কোম্পানি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন