এইচএসসি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। মঙ্গলবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান তারা।
হাসনাত আব্দুল্লাহ বলেন, পরীক্ষার্থীরা ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল ও অপ্রত্যাশিত পরিবেশ তৈরি করে। শিক্ষা সচিবসহ সবাইকে অবরুদ্ধ করে এমন অবস্থা তৈরি করে যে, প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সচিব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন। পরীক্ষা বাতিল করার বিষয় আমরা সমর্থন করি না। কারণ পরীক্ষা ছাড়া শিক্ষার্থীকে কখনও মূল্যায়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, গত ১৬ বছর স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করা এমন অনেকে শাহবাগে বসছেন, প্রেস ক্লাবে নেমে পড়ছেন, সচিবালয় ঘেরাও করছেন। আমরা এগুলো সন্দেহের চোখে দেখছি। সরকারকে সময় দিতে হবে। দাবি ন্যায্য হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারকে তা মেনে নেওয়ার জন্য চাপ দেবে।
সারজিস আলম বলেন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয়। বিভিন্ন গোষ্ঠী রূপ বদলে অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নামছে। তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অথচ ছাত্র-জনতা আন্দোলন করেছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর।
এর আগে দুই সমন্বয়ক হাসপাতালে আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
খুলনা গেজেট/এইচ