খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অন্তর্বর্তী কমিটি গঠন

গেজেট ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্বঘোষিত ফলাফল বাতিল করে অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমিতির বর্তমান সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি এবং বিএনপি–সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক করা হয়েছে এতে।

রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তন সমিতির সাধারণ সদস্যদের তলবি সভায় এই অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, ট্রেজারার পদে রেজাউল করিম রেজা, সহসম্পাদক পদে মো. মাহফুজুর রহমান মিলন ও মো. আবদুল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদে সৈয়দ ফজলে এলাহি অভি, এ বি এম ইব্রাহিম খলিল, ফাতেমা আক্তার, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুজ্জামান নজরুল, মহি উদ্দিন মো. হানিফ ও রাসেল আহম্মেদকে নির্বাচন করা হয়েছে।

তলবি সভায় যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা সবাই গত নির্বাচনে বিএনপি–জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ছিলেন।

আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদীর সভাতিত্বে অনুষ্ঠিত তলবি সভার সিদ্ধান্তে বলা হয়, গত ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনার বিষয়টি পুরোপুরি ত্রুটিপূর্ণ, জালিয়াতিপূর্ণ এবং জোরপূর্বকভাবে বিজয়ী ঘোষণা করা হয়, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং সুপ্রিম কোর্টের ইতিহাসকে কলঙ্কিত করে।

ওই ঘটনার সঙ্গে পুরোপুরি জড়িত ছিল তৎকালীন সরকারদলীয় সমর্থিত বেশ কিছু আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তারা।

তলবি সভার সিদ্ধান্তে আরও বলা হয়, এটি প্রতীয়মান হয় যে নির্বাচনে প্রকৃত ভোট গণনা হয়নি। ভোট কারচুপির মাধ্যমে সম্পাদকসহ কমিটির ১০ জন সদস্য দীর্ঘদিন ধরে অনুপস্থিত এবং সমিতির কোনো কাজে অংশ গ্রহণ করছেন না।

সুপ্রিম কোর্ট বারের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার জন্য ও ভবিষ্যতে সুপ্রিম কোর্ট বারের অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের জন্য পূর্ণাঙ্গ ও কার্যনির্বাহী কমিটির উপস্থিতি প্রয়োজন। তাই এই কমিটি অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবে এবং সমিতির ২০২৪-২৫ এর কার্যনির্বাহী কমিটি হিসেবে সব কার্যক্রম পরিচালনা করবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!