Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শেখ হাসিনার বিচারের দাবীতে বাগেরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

শেখ হাসিনার বিচারের দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেছে জেলা বিএনপি। বুধবার (১৪ আগস্ট) সকালে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম সালাম, শেখ শাহেদ আলি রবি, ফকির তারিকুল ইসলাম, সরদার লিয়াকত আলী, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শাহিদা আক্তার, জুলফিকার আলীসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবী জানান। জেলার ৯ উপজেলায় বিএনপি একই কর্মসূচি পালন করেছে। আগামী কাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন