খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১১৪
  দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আরেকটি যুদ্ধ করতে হবে : তারেক রহমান
  খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগকে কারাগারে প্রেরণ

লোহাগড়ায় দেওয়ালে ফুটে উঠেছে নতুন বাংলাদেশ গড়ার প্রতিচ্ছবি

লোহাগড়া প্রতিনিধি

আমি মুগ্ধ বলছি পানি লাগবে পানি, দেশকে নতুন রুপে স্বাধীন না করে রাজপথ ছাড়বো না, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না। ইউ ওয়েন্ট জাস্টিস, নতুন করে সাজাবো মোরা নতুন বাংলাদেশ এরকম শত শ্লোগানে ভরে গেছে লোহাগড়ার প্রতিটি দেওয়াল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও বিশিষ্ট তরুন ব্যবসায়ী চৌধুরী আনিসুর ইসলাম সানির সার্বিক সহযোগিতায় সোমবার সকাল থেকে লোহাগড়ার লক্ষীপাশা খেয়াঘাট এলাকায় লোহাগড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এ দেওয়াল অংকন কাজে অংশ নেয়।

দেওয়াল অংকন কাজে অংশ নেওয়া শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, ঘুষ,দূর্নীতি, অনিয়ম, কালো টাকার আধিপত্য, অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রতিবাদ স্বরূপ এই দেওয়াল অংকন। আমার সহপাঠী ভাই-বোনদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। তাদেরকে স্মরণ করে রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আয়োজক চৌধুরী আনিসুর ইসলাম সানি বলেন, প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে অতঃপ্রত ভাবে জড়িত ছিলাম, সব সময় ছাত্রদের পাশে থেকে তাদের উৎসাহ দিয়ে সাহস যুগিয়েছি। আগামীতেও থাকবো ইনশাল্লাহ তাই ছাত্র-ছাত্রীদের হাত দিয়ে আবার নতুন করে গড়ে উঠবে আমাদের প্রীয় মাতৃভূমি বাংলাদেশ।

দেওয়াল অংকন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

খুলনা গেজেট/এনএম/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!