খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

‘দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন ড. ইউনূস’

গেজেট ডেস্ক 

দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ড. ইউনূস পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন কাজ করবে। আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। জনগণের পক্ষে কাজ করাই অ্যাটর্নি জেনারেলের লক্ষ্য থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান। বিচারপতিদের বিষয়ে নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এর আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!