বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

হোয়াইট হাউসের বাইরে বাইডেন সমর্থকদের উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে শুরু করেছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক ভবন হোয়াইট হাউসের বাইরে সমাবেশ করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের শত শত সমর্থক। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সেখানে নাচ-গান আর উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। তাঁদের আশাবাদ, এবার জয়ের মালা বাইডেনই পরবেন। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের বাইরে যে এলাকায় বাইডেন সমর্থকেরা জড়ো হয়েছেন, সেটিকে সম্প্রতি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’ নামকরণ করা হয়।

ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অংশ নেওয়া ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ২৭ বছর বয়সী মালিক উইলিয়ামস বলেন, ‘বর্তমান প্রেসিডেন্টের এখান থেকে (হোয়াইট হাউস) বেরিয়ে যাওয়ার সময় হয়েছে বলে আশা করছি। আর এজন্য আগাম উদযাপন করতেই এখানে এসেছি।’

মালিক উইলিয়ামস আরো বলেন, ‘আমি মোটেও উদ্বিগ্ন নই। আমি মনে করি, তিনি (ট্রাম্প) হারবেন এবং এটি তাঁর একটি ঐতিহাসিক পরাজয় হবে।’

এ ছাড়াও বাইডেন সমর্থকদের অনেকেই দূর-দূরান্ত থেকে হোয়াইট হাউসের বাইরে অবস্থান নিয়েছেন। এর মধ্যে রুবি এস্তয় (৪০) ও তাঁর বন্ধু লেনজা (৩৪) এসেছেন ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে। রুবি এস্তয় বলেন, ‘আমরা শক্তি সঞ্চার করতে এখানে এসেছি।’

পেনসিলভানিয়া থেকে আসা ট্রেসি ও ম্যারিল্যান্ডের লরি রিকস জানিয়েছেন, তাঁরা ছুটি নিয়ে এখানে এসেছে। রিকস বলেন, ‘আমাদের দেশে এতদিন যা হয়ে আসছে, তা দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন