খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের মিছিল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

কোটা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদেরে কটুক্তীকারীদের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভাবে করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তানগণ।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ।

এসময় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত হোসেন প্রমুখ।

বক্তারা কোটা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদেরে কটুক্তীকারীদের শাস্তির দাবি জানান।মুক্তিযোদ্ধাদের কোটা বহাল রাখার পক্ষে নানা যুক্তি দেন। মুক্তিযোদ্ধাদের উপর আঘাত আসলে সে হাত ভেঙ্গে ফেলাও ঘোষনা দেন মুক্তিযোদ্ধারা।

মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!