খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

দু:সময়ে খুলনায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন এম এ বারী : সিটি মেয়র 

গেজেট ডেস্ক

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র  তালুকদার আব্দুল খালেক বলেছেন, এম এ বারী একজন আদর্শবান ত্যাগী সাহসী নেতা ছিলেন। তিনি বঙ্গবন্ধুর নির্দেশে খুলনায় আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি কখনও প্রতিপক্ষের রক্তচক্ষুকে ভয় পেতেন না। তিনি দু:সময়ে খুলনায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধুর নির্দেশে সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সকল শ্রেণি পেশার মানুষকে বঙ্গবন্ধুর আদর্শের ছায়াতলে আনতে সক্ষম হয়েছিলেন। তার আদর্শ, ত্যাগ ও নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে সর্বশ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করেছিলো। দেশ ও জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে আজ আমাদের সকলকে ঐ নেতৃত্বের ধারাবাহিকতায় এগিয়ে এসে একযোগে কাজ করতে হবে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সাংসদ এম এ বারী’র ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসমেয় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, শেখ মো. রকিবুল ইসলাম লাবু, কামরুল ইসলাম বাবলু, আলী আজগর মিন্টু, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, আলহাজ¦ মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, শেখ আবিদ উল্লাহ, চ ম মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শেখ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, মুন্সি মোত্তালিব মিয়া, এ্যাড. শামীম মোশাররফ, মুন্সি সেলিম হোসেন, ওহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, সরদার আব্দুল হালিম, কাউন্সিরর মোজাফফর রশিদী রেজা, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, নাছরিন আক্তার, গোলাম হায়দার বুলবুল, জেসমিন সুলতানা শম্পা, পারভীন ইলিয়াছ, নূরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি, আফরোজা জেসমিন বিথী, কৃষ্ণা দাস, জেসমিন জুই, আরবিনা বিশ^াস, দীপ্তি বিশ^াস, মো. মোক্তার হোসেন, মল্লিক নওশের আলী, মো. আজিম উদ্দিন, নজরুল ইসলাম, ফারুক হাসান তুরান, গোলাম মওলা টিংকু, আকরাম সরদার, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান জিয়া, আজহারুল ইসলাম লেলিন, সাবিহা ইসলাম আঙ্গুরা, খাদিজা কবির তুলি, রেজওয়ানা প্রধান, ফেরদৌস আলম রিতা, মেহজাবিন খান, ওহিদুল শিকদার, আশরাফ আলী হাওলাদার শিপন, কে এম মামুন, ইখতিয়ার উদ্দিন মোল্যা, মো. জিলহাজ¦ হাওলাদার, জামিল আহমেদ সোহাগ, মো. রবিউল ইসলাম প্রিন্স, ঝলক বিশ^াস, মাহমুদুর রহমান রাজেস, আব্দুল কাদের সৈকত আহমেদ, রাহুল শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে মরহুম এম এ বারী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালান করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রহীম।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!