বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। যদিও বচ্চন পরিবারের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যেন স্পষ্ট হয়ে গেল অনেক কিছু। সামাজিকমাধ্যমে ফের গুঞ্জন উঠেছে এজুটির সম্পর্কে নাকি সত্যিই চিঁড় ধরেছে।
হিন্দুস্তান টাইমসের প্রদিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার বিয়ের বিয়ের রেড কার্পেটে নজর কেড়েছেন হলিউড থেকে বলিউডের তারকারা। এর মাঝেই এসে হাজির ছিলেন বচ্চন পরিবার। তবে তাদের সঙ্গে এক ফ্রেমে ধরা দেননি বচ্চনবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন।
এদিন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা, অগস্ত্য নন্দা, নব্যা নভেলি নন্দা এমনকি শ্বেতার স্বামী নিখিল নন্দাও একসঙ্গে ক্যামেরাবন্দি হন। কিন্তু সেই ফ্রেমে নেই ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যা।
ছেলে অভিষেক আর নাতনি নব্য নভেলি নন্দার সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন বাবা অমিতাভ। তারা সবাই সেজেছিলেন সোনালি রঙের পোশাকে।
এদিকে আলাদা করে মেয়ের হাত ধরে বিয়ের অনুষ্ঠানে এসে হাজির হন ঐশ্বরিয়া। সোনালি জরির কাজ করা লাল সালোয়ার স্যুট ছিল তার পরনে। চুল খোলা রেখে মাথায় পরেছিলেন টিকলি, সঙ্গে বেছে নিয়েছিলেন মানানসই গয়না ও লাল ভেলভেটের হ্যান্ডব্যাগ। বেশ জমকালো সাজে ধরা দিয়েছিলেন নায়িকা।
অন্যদিকে, মেয়ে আরাধ্যা পরেছিল আকাশি রঙের সালোয়ার স্যুট।
এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে বচ্চন পরিবারের কারও সঙ্গে কথাও বলতে দেখা যায়নি ঐশ্বরিয়া-আরাধ্যাকে।
সম্প্রতি ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতা বচ্চনকে নিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে পূজা দিয়েছেন জয়া বচ্চন। সেদিনও তাদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া বা আরাধ্যাকে।
গত বছরই অমিতাভ বচ্চন তার ‘প্রতীক্ষা’ বাংলো মেয়ে শ্বেতাকে দিয়ে দেন। শোনা যায়, তার পরই বচ্চনদের বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করেছেন অভিনেত্রী।
খুলনা গেজেট/এনএম