Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

মোংলা প্রতিনিধি

মোংলায় আয়নাল কাজী নামে এক ব্যক্তির বসতঘর থেকে একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বিটিআরটির সদস্যরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলা চিলা ইউনিয়নের জয়মনি এলাকা থেকে এই বিষধর সাপটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিক আয়নাল কাজী জানান, সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ির পানির ট্যাংকি পরিস্কার করার জন্য সরানোর সময় সাপটিকে দেখা যায়। সাপটিকে কোন ধরনের আঘাত না করে স্থানীয় ফরেস্ট অফিসে খবর দেন। খবর পেয়ে চাঁদপাই ফরেস্ট রেঞ্জের সিপিজি মোঃ নান্টু গাজীর নেতৃত্বে বিটিআরটির সদস্য মোঃ আব্দুল মালেক এবং আবু সাঈদ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে চাঁদপাই ফরেস্ট স্টেশনে নিয়ে যায়।

চাঁদপাই ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, স্থানীয় সিপিজি এবং বিটিআরটির সদস্যরা সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে। সাপটিকে স্থানীয় ভাষায় পদ্ম গোখরা বলা হয়। সাপটি লম্বায় প্রায় পাঁচ ফুট, এটি খুবই বিষধর সাপ। দুপুরের দিকে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন