Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামে আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ওবায়দুর রহমান (৩৫) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন। শনিবার (৬ জুলাই) রাত ৯টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওবায়দুর রহমানের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার নুর নগর গ্রামে। তিনি মৃত আজগর আলীর ছেলে। তিনি সদর থানার বেতাই-চণ্ডীপুর ক্যাম্পে কর্মরত ছিলেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, শনিবার সন্ধ্যার আগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে ক্যাম্প থেকে গান্না গ্রামে যান ওবায়দুর। সেখানে তিনি অসুস্থবোধ করলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন