শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোড়েলগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষন মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় মেহেদী হাসান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) রাত ১০টার দিকে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর প্রধান শিক্ষক বাদী হয়ে মেহেদীকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, বিকেলে স্কুল ছুটির পরে ওই শিক্ষার্থীকে মোটরসাইকেলে নিয়ে যায় মেহেদী হাসান। পরে নিশানবাড়িয়া ইউনিয়নের মাঝিবাড়ি নামক স্থানে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে বিষয়টি শিক্ষকদের জানায় ওই শিক্ষার্থী। মেহেদী অন্য মেয়েদেরও উত্তক্ত করত বলে ওই শিক্ষকরা জানায়।

মোরেলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান আলী বলেন, নির্যাতিতা শিক্ষার্থীর স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে মেহেদীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মেহেদীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন