খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নুসরাতকে কারাগারে পাঠানো বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে : এনসিপি
  চলতি মাসেই গার্মেন্টস কর্মীদের বোনাস, জুনের শুরুতে দিতে হবে বেতন : স্বরাষ্ট্র উপদেষ্টা
  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উৎখাত ও পদত্যাগ চাইলো ১৩ গণসংগঠন

করোনায় প্রাণহানি ১২ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। সর্বেশেষ খবর অনুযায়ী বিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১২ লাখ ৩ হাজার মানুষের। আর আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ৪০ হাজার মানুষ।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টা পর্যন্ত পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৬৭ লাখ ৯ হাজার ৫৭০ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১২ লাখ ৩ হাজার ৭৮০ জনের।

করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৯২১ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ ৩৩ হাজার ৬০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ জনের। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ২২ হাজার ২৩১ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৪৮ জনের।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!