জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত বাজেটে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার কোনো কার্যকরী দিকনির্দেশনামূলক পদক্ষেপ না থাকার প্রতিবাদে মঙ্গলবার ( ২৫ জুন) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি লুটপাট-পাচারকারীরা নিয়ন্ত্রণ করছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে মূল্যস্ফীতি কমিয়ে আনা যায়নি। দ্রব্যমূল্যে ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থপাচার, ব্যাংকিং খাতে লুট-নৈরাজ্য, খেলাপী ঋণের বিশাল পাহাড়, দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। বক্তারা এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বাজার নিন্ডিকেট ভেঙ্গে পূর্ণ রেশনি ব্যবস্থা চালু, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের চিহ্নিত করতে ও ব্যাংকিং খাতে লুটপাট-নৈরাজ্য বন্ধ করতে কমিশন গঠন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে-খেলাপী ঋণ আদায়ে বিশেষ ব্যবস্থা নিতে এবং বিচার করতে বিশেষ ট্রাইবুনাল গঠন করার জোর দাবি জানান।
পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা প্রমুখ। সভায় উপস্থিত গণতন্ত্রী পার্টি খুলনা জেলার সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হাওলাদার সংহতি প্রকাশ করেন।
খুলনা গেজেট/কেডি