Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভক্তদের সুখবর দিলেন তাসরিফ খান

বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাসরিফ খানের চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়ার খবরে ভক্তদের মন খারাপ হয়ে পড়ে। তবে এবার ভক্তদের সুখবর দিয়ে অযথা দুশ্চিন্তা না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। শনিবার (১৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি আপলোড দেন তাসরিফ খান।

এ পোস্টের কমেন্টে ভক্তদের উদ্দেশ্যে তাসরিফ বলেন, ‘শুনুন, চোখের ভেতরের টিউমার খুব বড় কোন রোগ না। ঔষধ খাচ্ছি। ফুলে যাওয়াটা কমে গেলে হয়তো অপারেশন করলে সুস্থ হয়ে যাবো। আপনারা অযথা দুশ্চিন্তা যেন না করেন তাই এই ছবিটা আপলোড দিয়েছি। দোয়া করবেন আমার জন্য তাহলেই হবে। ভালোবাসা জানাবেন।’

কণ্ঠশিল্পী তাসরিফ খান কুঁড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল। শৈশব থেকেই তাসরিফের গানের চর্চা শুরু। যদিও শৈশবে তিনি খুব লাজুক ছিলেন। অন্যের সামনে গান করতে লজ্জা পেতেন। তিনিই একদিন ‘নিধুয়া পাথারে…’ শিরোনামে একটি গান মুঠোফোনে রেকর্ড করেন। ভয়ে ভয়ে ফেসবুকে গানটি পোস্ট করেন। সেই গানে ৯০ জন ইতিবাচক মন্তব্য করেন। সেদিনই তার মনে হয়েছিল, তিনি গান করলে ৯০ ভাগ না হলেও ৫০ ভাগ মানুষ তো তার গান পছন্দ করবেন। এই আত্মবিশ্বাসই তাকে গানে ক্যারিয়ার গড়তে সহায়তা করে।

তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত…’ গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। অল্প সময়ে গানটি আড়াই লাখবার শেয়ার হয়। গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে উঠে এসেছিল। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি…’, ‘ময়না রে…’, ‘তাই তো আইলাম সাগরে…’, ‘ব্যাচেলর…’ গানগুলো আলোচনায় আনে তাকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন