বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
অর্ধশতাধিক ঘরবাড়ি ভাংচুর

মাগুরায় দুপক্ষের সংঘর্ষ, পিস্তলসহ আটক ১

গেজেট ডেস্ক 

মাগুরার শ্রীপুর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। পরে পিস্তলসহ সুমন শেখ (২৫) নামে একজনকে আটক করা হয়। শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারের জের ধরে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির লোকজন এবং ৭নং ওয়ার্ড মেম্বার চাদ আলীর লোকজনের মধ্যে মারামারি হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসনীম আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন