জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র হজ ১৫ জুন

গেজেট ডেস্ক

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে অর্ধচন্দ্রাকার এই চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের।

সেই হিসাবে বাংলাদেশে পরদিন ১৭ জুন পালিত হবে ঈদ।

আরবি হিজরি ক্যালেন্ডার অনুসারে বৃহস্পতিবার (০৬ জুন) জিলকদ মাসের ২৯তম দিন। ফলে পশ্চিম আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদিসহ মধ্যপ্রাচ্যে কাল থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। ফলে আগামী ১৬ জুন এসব দেশে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ পালিত হবে।

ইসলাম ধর্মের বিধান অনুসারে জিলহজ মাসের দশম দিনে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ সময় আল্লাহর নির্দেশনা অনুসারে পশু কোরবানি দেন মুসলিমরা।

এর আগে গত মাসে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করে মিসর। দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউট জানায়, আগামী ১৬ জুন কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ হতে পারে।

মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্র জানায়, হিজরি ১৪৪৫ সালের জিলহজ মাসের প্রথম দিন আগামী ৭ জুন হতে পারে। ফলে জ্যোতিবিদদের হিসাব অনুসারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন তথা শনিবার হবে।

দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহা রাবেহ বলেন, সৌর গবেষণা ল্যাবরেটরির গণনা অনুসারে আগামী ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন হবে।

তিনি জানান, গণনায় দেখা গেছে কায়রোর সময় অনুযায়ী আগামী ৫ জুন দুপুর ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। এ দিনটি হবে জিলকদ মাসের ২৯তম দিন।

তিনি আরও জানান, ওইদিনই মক্কায় অর্ধচন্দ্রটি সূর্যাস্তের ১১ মিনিট ও কায়রোতে ১৮ মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এ ছাড়া মিসরের অন্যান্য অঞ্চলে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত নতুন চাঁদ দেখা যাবে।

মিসরের এ জ্যোতিব্যিদ জানান, আরব বিশ্বের দেশগুলোতে অর্ধচন্দ্রটি ওইদিন ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দেখা যাবে।

সাধারণত মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার পরের দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্রের তথ্য অনুসারে বিষয়টি সঠিক হলে তার পরের দিন অর্থাৎ ১৭ জুন বাংলাদেশে ঈদ উদযাপিত হবে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন