বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বাজেট ঘোষণার দিন আসলো খেলাপি ঋণ বাড়ার খবর

গেজেট ডেস্ক

২০২৪-২৫ অর্থবছরের জন্য আজ সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা বাজেট ঘোষণা করলো অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এমনই দিন খেলাপি ঋণ বাড়ার খবর দিল বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের মার্চ শেষে ব্যাংকিংখাতে খেলাপি ঋণের পরিমাণ সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা বিতরণকৃত ঋণের ১১ দশমিক ১১ শতাংশ। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩৬ হাজার ৩৬৭ কোটি টাকা, যা আগের তিন মাসের তুলনায় ২৫ শতাংশ বেশি। যদিও বাজেট বক্তব্যে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ নিয়ে কোনো কথাই বলেননি অর্থমন্ত্রী।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন