Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহ বাস দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে বাস দুর্ঘটনায় মোশাররফ খান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোশাররফ খান জেলার কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের হেলাল উদ্দিন খানের ছেলে। মঙ্গলবার (৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কাটাখালি ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর থেকে কালীগঞ্জ ফিরছিলে একটি কীটনাশক কোম্পানীর বিক্রয়কর্মী মোশাররফ খান। পথে কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলার কাটাখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন