পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বান জানিয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৬ মে (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বেলা সাড়ে ১১টায় থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ হাদী চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
দাবি আদায়ে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দকে অনুরোধ করেছেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী।
অপরদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্বতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ন্যায্য দাবিতে
কুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে রবিবার সকাল সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কুয়েট শিক্ষক সমিতির কর্মসূচি সফলে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
খুলনা গেজেট/কেডি