পাচারের টাকা ফেরত, খেলাপী ঋণ উদ্ধার, লুটপাট-দুর্নীতি বন্ধ ও এর সাথে জড়িতদের শাস্তি দাবিসহ ৭দফা দাবিতে আগামী ২৪ মে থেকে ৩০ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বুধবার (২২মে) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলমান দুঃশাসন হটিয়ে, ব্যবস্থা বদলানো এবং এজন্য বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে। গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে হবে।
নেতৃবৃন্দ এজন্য নীতিনিষ্ঠ অবস্থানে থেকে সংগ্রামকে অগ্রসর করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে