শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

তিন জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের

গেজেট ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকা থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনি লুক, অমিত বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার নামের ওই তিনজন ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ছিলেন। আইডিএফ জানিয়েছে, গত ৭ অক্টোবর তাদের হত্যা করে দেহাবশেষ গাজায় নেয়া হয়েছিল।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে, হামাসের একটি সুড়ঙ্গে মরদেহগুলো পাওয়া গেছে। আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি শুক্রবার (১৭ মে) বলেন, নোভা রেভ থেকে জিম্মি হওয়া শনি লুক, অমিত বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টারের মরদেহ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে উদ্ধার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, রেভ থেকে মেফালসিম জংশনে হামাস তাদের হত্যা করে মরদেহ গাজায় নিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিন বেট এবং আইডিএফ যৌথ অভিযানে মৃতদেহগুলো উদ্ধার করেছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন