বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপণ প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকবৃন্দ।
রোববার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমকে “বৈষম্যমূলক” আখ্যা দিয়ে এর প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল দাবি করেন।
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী বলেন, “সাধারণ শিক্ষকদের এই দাবি সমগ্র শিক্ষক জাতির দাবি। প্রণোদনামূলক বেতন যদি না থাকে তাহলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে না। আমাদের দুইটা দাবি সর্বজনীন পেনশন স্কিমকে প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল চালু।”
খুলনা গেজেট/এএজে