রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন।
শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের মেয়াদ শেষ হওয়ার পর বিভাগের শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠতা নির্ধারণে আইনগত জটিলতার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনের (২০০৯) ১১(১১) ধারা মোতাবেক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেনকে বিভাগটির বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি ১২ মে ২০২৪ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, অধ্যাপক ড. মোরশেদ একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কারণে কথা বলতে পারবেন না বলে জানান।
প্রসঙ্গত, গত মার্চের ১০ তারিখ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তাঁর মেয়াদ শেষ করেন। তবে বিভাগের অপর দুই শিক্ষক সহযোগী অধ্যাপক মো. তাবিউর রহমান প্রধান এবং সহকারী অধ্যাপক মো. মাহামুদুল হকের মধ্যে জ্যেষ্ঠতা নির্ধারণে ‘আইনগত জটিলতা’ আছে উল্লেখ করে প্রশাসন আইন অমান্য করে একাধারে বিভাগটির অন্য তিন সহকারী অধ্যাপককে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেয়। কিন্তু তাঁরা দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় দুই মাস ধরে বিভাগীয় প্রধান শূন্য হয়ে পড়ে বিভাগটি।
এমতাবস্থায় সেশনজটে পড়ার শঙ্কায় গত ৫ মে হতে বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন। এর পরের দিন তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি সমাধানের জন্য কথা বলতে চান। কিন্তু উপাচার্য দপ্তরে থাকার পরও দেখা না করায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দুটি ফটক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে নিয়মতান্ত্রিকভাবে বিভাগীয় প্রধান দাবিতে তাঁরা এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেন। এরই ধারাবাহিকতায় এবার এই সিদ্ধান্তের কথা জানালো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খুলনা গেজেট/এএজে