বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় বজ্রপাতে কৃষক নিহত

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাঠের কাটা ধান আনতে গিয়ে বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছেন। নিহত মুজিবর চৌধুরী (৫১) লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে। তিনি স্ত্রী, দু’মেয়ে এবং এক ছেলে সন্তান রেখে গেছেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ মে) বিকাল ৪ টার দিকে মুজিবর চৌধুরী তার বাড়ির পশ্চিম পাশের মাঠে কাটা ধান আনতে যান। এ সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে শুরু হয়। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের জামাতা মোর্শেদ মৃধা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন