Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহ পানিতে ডুবে শিশুর মৃত্যু

গেজেট ডেস্ক

ঝিনাইদহ শহরের সিটি কলেজ পাড়ায় বালতির পানিতে ডুবে জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ মে) দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়। সে ওই এলাকার জহুরা খাতুনের মেয়ে।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে আরাপপুর এলাকার সিটি কলেজ পাড়ায় বাড়ির ভেতরে টিউবওয়েলের কাছে বালতির পানি নিয়ে খেলা করছিল জান্নাত। এক পর্যায়ে বালতির পানিতে সে ডুবে যায়। পরে তার মা টের পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এখানে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন