আর্থ-সমাজিক ক্ষেত্রে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণা কার্য পরিচালনার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। গতকাল রবিবার (৫ মে) বিকাল সাড়ে ৫টায় খুবি উপাচার্যের কার্যালয়ে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং শাবিপ্রবির ট্রেজারার প্রফেসর আমিনা পারভীন এই এমওইউতে স্বাক্ষর করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন ,”খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি । বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন ওবিই কারিকুলা অনুসরণ করে পাঠদান ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি সম্বলিত কেন্দ্রীয় গবেষণাগার করা হয়েছে। এ ছাড়া ৯২ শতাংশ ফাইলের কাজ ডি-নথি সম্পন্ন হচ্ছে। ”
শাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়েছে। খুবি ও শাবিপ্রবি একে অন্যের শুভাকাঙ্ক্ষী।”
এই এমওইউ স্বাক্ষরের ফলে আর্থ-সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়া, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, দলিত সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হলো।
খুলনা গেজেট/এএজে