শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলা পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হক আর নেই

মোংলা প্রতিনিধি

মোংলা পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব তোফাজ্জল হক সাহেব শুক্রবার (৩মে) দুপুর আনুমানিক ২টা৩০ মিনিটে মোংলা পৌর শহরের তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুতে মোংলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম তোফাজ্জল হক সাহেবের নামাজের জানাজা মাগরিব বাদ মোংলা বিএলএস জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর তার গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রবীন এই রাজনীতিবিদের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাগেরহাট জেলা বিএনপি-সহ স্থানীয় বিএনপি, জামাত ইসলামি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এএজে

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন