শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শরণখোলায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় বসতবাড়ি থেকে একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষন টিমের সদস্যরা উপজেলার ধানসাগর ইউনিয়নের মোঃ মাসুম বিশ্বাসের বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন। পরে বিকেলে সাপটিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, ৫ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ২ কেজি। দুপুরে সাপটিকে উদ্ধার করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে একই উপজেলার সোনাতলা গ্রামের মাহবুব হোসেনের বাড়ি থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন