বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। সেটি অপসারণ করতে সময় লাগবে। তাই ভর্তি করানো হয়েছে। যদিও বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে, এখনও ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডাম সিসিইউতে আছেন। উনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনও ভর্তির বিষয়ে চূড়ান্ত হয়নি।
এর আগে (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। ৭টা ৫ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছেন। বেগম খালেদা জিয়ার প্রেস কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের অবস্থা আগের মতোই। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা কিছু পরীক্ষা দিয়েছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে উনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।’
সর্বশেষ ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ওই দফায় তিনদিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি।
দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়।
খুলনা গেজেট/কেডি