শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের জোংড়া আর মরাপশুর খালের মাঝামাঝি এলাকায় মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে মৃত অবস্থায় ভাসতে দেখা গেছে একটি রয়েল বেঙ্গল টাইগারকে। তবে কি কারনে বাঘটির মুত্যু হয়েছে তা এখনো সঠিক ভাবে জানা যায়নি।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বাঘের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থল থেকে মৃত বাঘটি উদ্ধার করে করমজলে নিয়ে আসা হচ্ছে। তবে কি কারণে বাঘটি মারা গেল তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বাঘটির পোস্টমর্টেম করার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। বাঘটি অনেকটা ফুলে উঠেছে, শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন হয়েছে বাঘটি মারা গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন