মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২
উপজেলা নির্বাচন

খুলনা বিভাগের ৩ জনসহ ৭৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

গেজেট ডেস্ক

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় সারা দেশের ৭৫ জন নেতাকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এসব নেতারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‌দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

যে ৭৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে, তাদের তালিকা নিচে দেখুন-

২০২৪ সালের ১ম ধাপ-বহিস্কারের তালিকা

খুলনা গজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন