শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বাগেরহাটে বেপরোয়া বাস ঢুকে পড়লো দোকানে, যাত্রী নিহত

নিজস্ব প্রতবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় একটি দোকান ঘর নিয়ে খাদে পড়ল বেপোরয়া একটি বাস। মঙ্গলবার( ২৩ এপ্রিল) বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এখলাসের দোকান ঠেলে নিয়ে খাদে পড়ে যায় ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় গাড়িতে থাকা রাকিব নামের এক যাত্রী গুরুত্বর আহত হয়। পরে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।

ক্ষতিগ্রস্থ ব্যবসাযী এখলাস বলেন, ধার দেনা করে ৭ দিন আগে ১ লক্ষ২০ হাজার টাকা খরচ করে এই দোকান টি দিয়েছি। কিন্তু এই বেপরোয়া গতির বাসটি আমার দোকানে ভেঙে তসনস করে দিয়েছে। বাস মালিক কতৃপক্ষ আমাকে আমার ক্ষতি পূরণ না দেয় তা হলে আমার মথা গুজার থাকবে না, আমি নিঃস্ব হয়ে গেলাম।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আশরাফ বলেন, বেপরোয়া গতির কারনে বাসটি দুর্ঘনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন