মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থগিত

গেজেট ডেস্ক

চলমান তাপপ্রবাহের কথা বিবেচনা করে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশ স্থগিত করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।

এর আগে শনিবার (২০ এপ্রিল) মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (ভারপ্রাপ্ত দপ্তর) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার (২৬ এপ্রিল) নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন