ফুটবল, ক্রিকেট ও হকি এক সঙ্গে তিন লিগই চলছে। ঈদ উপলক্ষে অধিকাংশ ক্লাবেই চলছে ছুটি। ফুটবল ক্লাবগুলোতে বিদেশি ফুটবলাররা ঈদে অলস সময় কাটাচ্ছেন। দেশি ফুটবলারদের কেউ ঢাকার বাসায় কেউ আবার বাড়িতে। হকি নির্ভর ঢাকা মেরিনার ইয়াংস একটু ভিন্নতা এনেছে। দলের প্রায় সকল খেলোয়াড় আজ একসঙ্গে ক্লাব প্রাঙ্গনে ঈদ উদযাপন করেছে।
মতিঝিল-আরামবাগ ক্লাবপাড়ায় বিশেষ পরিচিতি রয়েছে ঢাকা মেরিনার ইয়াংসের৷ সর্বশেষ হকি লিগের চ্যাম্পিয়ন ও চলমান লিগে রয়েছে শিরোপা দৌড়ে। শিরোপা লড়াইয়ে থাকায় ক্লাবটি খেলোয়াড়দের ঈদের মধ্যে ক্যাম্পে রেখেছে। ক্লাবের সভাপতি সবাইকে পাঞ্জাবি উপহার দিয়েছেন। সবাই সেই পাঞ্জাবি পড়ে বাফুফ ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ঈদের নামাজ আদায় করেছে।
ঈদের নামাজ শেষে খেলোয়াড়, কর্মকর্তা সবাই মিলে একসঙ্গে খেয়েছে। ক্লাবে ঈদ কাটিয়ে খেলোয়াড়দের যাদের বাসা ঢাকায় তাদের কয়েকজন বাসায় গেছেন৷ বাকিরা ক্লাবেই ঈদ উদযাপন করছেন। খেলোয়াড়েরা প্রায় সবাই থাকলেও কোচ মামুনুর রশীদ ও সিনিয়র খেলোয়াড় মামুনুর রহমান চয়ন অনুপস্থিত ছিলেন।
২০২১ সালের লিগের চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস এই বছর দল গঠনে অনিশ্চয়তা ছিল। আর্থিক সংকটের মধ্যেও ভালো দল গড়েছে। ক্লাব কাপ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়। লিগে এখন পর্যন্ত ২৮ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে রয়েছে। সুপার সিক্সের আর তিন ম্যাচ বাকি রয়েছে। ঈদের আগে খেলোয়াড়দের সম্মানীর অনেকটা পরিশোধ করেছে ক্লাব। তবে এখনো বিশ শতাংশের মতো পাবেন অনেক খেলোয়াড়।
খুলনা গেজেট/এএজে