চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ১৪ মিনিটে দেখা মিলেছে অবিশ্বাস্য এক ঝড়ের। যার রেশ ছিল ম্যাচের শেষ পর্যন্ত।
হাইভোল্টেজ ম্যাচটির প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল। দ্বিতীয়ার্ধে ফিল ফোডেন জাদুতে সমতায় ফেরার পর সিটিকে দুর্দান্ত এক গোলে এগিয়ে দেন ইওস্কো গাভারদিওল।
এরপর ঝিমিয়ে পড়া বার্নাব্যুকে মাতিয়ে তোলেন ফেদে ভালভের্দে। ৩-৩ গোলে সমতায় ফেরে রিয়াল। শেষ পর্যন্ত এ ফলেই শেষ হয়েছে ম্যাচটি।
দুই দলই অনেক চেষ্টা করেছে জয় নিয়ে মাঠ ছাড়তে। কিন্তু শেষ পর্যন্ত চতুর্থ গোলের দেখা পায়নি কোনো দল। এরপরও পেপ গার্দিওলা হয়তো এ ড্রয়েই স্বস্তি খুঁজে নেবেন। পরের লেগের ম্যাচটি যে তাদেরই মাঠে। ১৭ এপ্রিল রাতে সেই ম্যাচে রিয়ালকে আতিথ্য দেবে সিটি। যে ম্যাচে আত্মবিশ্বাসী থাকার কথা আগেই জানিয়ে রেখেছেন গার্দিওলা।
খুলনা গেজেট/এনএম