Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সম্ভাবনা কম, তবুও আজ চাঁদ দেখতে বসবে জাতীয় কমিটি

গেজেট ডেস্ক

খুশির বার্তা নিয়ে ঈদের চাঁদ কবে উঁকি দেবে পশ্চিম আকাশে? বিজ্ঞানের বদৌলতে এ প্রশ্নের জবাব এখন জানা যায় আগাম। তবু আজ প্রশ্ন থাকবে– ‘চাঁদ উঠিয়াছে, ঈদের চাঁদ কি উঠেছে? শুধায় সবে। লাখো জনতার আঁখি থির আজি সুদূর সুনীল নভে। এই ওঠে, ওই উদিল গগনে সুন্দর শিশু চাঁদ।’ চাঁদ আজ উঠুক কিংবা কাল; মন গাইবে– ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ।’

আজ মঙ্গলবার শাওয়াল মাসে চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার ঈদ। বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে কিনা– জানতে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধান কেন্দ্রের তথ্যানুযায়ী, এ সম্ভাবনা কম। কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম সমকালকে জানিয়েছেন, ৯ এপ্রিল চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। রমজান মাস ৩০ দিনেই পূর্ণ হবে।

এ ক্ষেত্রে চাঁদ দেখা যাবে আগামীকাল বুধবার। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ঈদ আল্লাহর পক্ষ থেকে উপহার। এক মাসের সিয়াম সাধনা আর সংযমের পর ঈদ আনছে ‘ভাঙার দিন’।

বিজ্ঞানের তথ্যে এবারই প্রথম ৩০ রোজা হবে ধরে সরকার ছুটি নির্ধারণ করেছে। এই প্রথম আজ ২৯ রমজান সরকারি অফিস খোলা। আগামীকাল থেকে শুরু ঈদের ছুটি।

আজ সন্ধ্যায় চাঁদ দেখতে ইসলামিক ফাউন্ডেশনে বৈঠক বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের কোথাও চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৬৪০৭, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৫১, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৮৩৩৭– এ নম্বরে তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।

 

খুলনা গেজেট/ এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন