ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মেগা প্রজেক্টের নামে সরকারের সীমাহীন দুর্নীতিতে মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ এক লাখ থেকে দেড় লাখে উন্নীত হয়েছে। শাসকগোষ্ঠীর ব্যর্থতার দায় জনগণ নিতে বাধ্য নয়।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দিনে-দুপুরে ফিল্মিস্টাইলে ব্যাংক ডাকাতি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে, তাই প্রমাণিত হয়। ব্যাংক ডাকাতির ঘটনা ১৯৭২-৭৩ এর ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।
এসময় তিনি ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি করেন। সেইসঙ্গে ঘটনার আসল রহস্য উদঘাটন করে দেশবাসী জানানোরও দাবি জানান।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। মানুষ চরম ভোগান্তিতে দিনাতিপাত করছে। দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস সংকট মারাত্মক রূপ নিয়েছে। সীমাহীন ভোগান্তির মধ্যে মানুষ। আর সরকার বলছেন, মানুষ খুব সুখে আছে।
এভাবে মানুষকে ভিক্ষাবৃত্তির মধ্যে ফেলে দেশ কীভাবে উন্নয়নের মহাসড়কে? এটা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। এভাবে চাপাবাজি করে দেশ চলতে পারে না। সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। কাজেই ক্ষমতা থেকে সরে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সময়ের দাবি।